⚡🍋 লেবু থেকে বিদ্যুৎ: বাচ্চাদের জন্য মজার কেমিস্ট্রি + ইলেকট্রিসিটি এক্সপেরিমেন্ট!
November 21, 2025 | MSI Shafik | Chemistry
তুমি কি জানো, তোমার রান্নাঘরের লেবু দিয়েই ছোটখাটো বিদ্যুৎ তৈরি করা যায়?
আজ আমরা শিখব কেমিস্ট্রি + ইলেকট্রিসিটি একসাথে।
এবং মজার বিষয়—সব উপকরণ তোমার বাসাতেই আছে!
আজ আমরা কী শিখব?
- লেবু কেন ব্যাটারির মতো কাজ করে
- ইলেক্ট্রন কীভাবে এক ধাতু থেকে অন্য ধাতুতে যায়
- কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়
- ঘরেই ছোট “Lemon Battery” বানানো
যেসব জিনিস লাগবে:
- ২–৩টি লেবু
- ১টি Copper পেনি/মুদ্রা বা বড় তামার কয়েন
- ১টি Zinc–এর তৈরি কোনো স্ক্রু/বোল্ট (নেই হলে গ্যালভানাইজড পেরেক)
- ছোট LED লাইট (ফেয়ারি লাইটের একটি LED হলে আরও ভালো)
- কয়েকটি ক্লিপ/তার (যেটা Jumper wire-এর মতো কাজ করবে)
- নাইফ (লেবু নরম করার জন্য)
- টেপ
👉 এগুলো সম্পূর্ণ নিরাপদ, আগুন/তাপ কিছুই নেই।
ধাপ ১: লেবু নরম করা
লেবুটিকে টেবিলে রেখে হাত দিয়ে গড়িয়ে নাও।
এতে লেবুর রস ভেতরে ভালোভাবে ছড়িয়ে যাবে।
ধাপ ২: দুই ধাতু ঢোকানো
লেবুতে—
- এক পাশে Zinc স্ক্রু
- অন্য পাশে Copper কয়েন
এভাবে ঢোকাও যেন দুই ধাতু একে অন্যের সাথে ছুঁয়ে না যায়।
এটাই তোমার লেবুর ব্যাটারি!
ধাপ ৩: তার লাগানো
- Zinc–এর সঙ্গে একটি তার যুক্ত করো
- Copper–এর সঙ্গে আরেকটি তার যুক্ত করো
এবার তার দুটি LED লাইটের দুই পায়ে যুক্ত করো।
👉 যদি LED জ্বলে না ওঠে—
লাল/কালো (Positive/Negative) পায়ের সংযোগ উল্টো করে চেষ্টা করো।
ধাপ ৪: আরও বেশি পাওয়ার চাই?
একটি লেবুতে LED না জ্বললে—
২ বা ৩টি লেবু সিরিজে যুক্ত করো:
Zinc → Copper
Zinc → Copper
Zinc → Copper
মানে, একটি লেবুর Copper পরের লেবুর Zinc-এর সাথে যুক্ত করতে হবে।
কিছুক্ষণের মধ্যেই LED টিমটিম করে জ্বলে উঠবে।
ব্যস! নিজ হাতে বানানো ব্যাটারি তৈরি!
⚡ বিদ্যুৎ আসলেই কীভাবে তৈরি হলো?
লেবুর ভিতরে আছে সাইট্রিক অ্যাসিড।
অ্যাসিড ধাতুগুলোর সাথে মিলিত হয়ে Electrochemical Reaction তৈরি করে।
এখানে হয় তিনটি কাজঃ
1️⃣ Zinc ইলেক্ট্রন ছাড়ে
Zinc–এর ভেতরের atom লেবুর অ্যাসিডে পড়ে ইলেক্ট্রন দিতে শুরু করে।
এটাই Negative (-) terminal।
2️⃣ Copper ইলেক্ট্রন নিতে পারে
Copper ইলেক্ট্রন টানে।
এটাই Positive (+) terminal।
3️⃣ ইলেক্ট্রন চলতে শুরু করে → তৈরি হয় বিদ্যুৎ
Zinc → Wire → LED → Copper
এ পথে ইলেক্ট্রন বয়ে গেলে ছোট LED জ্বলে যায়।
এটাই Battery Principle।
কিন্তু এখানে কোনো ব্যাটারি নেই—শুধু লেবু—তবুও বিদ্যুৎ!
Mini Challenge
⭐ চ্যালেঞ্জ ১: কোন জিনিস বেশি কারেন্ট দেয়?
- আলু
- কমলা
- টমেটো
- কোকা কোলা
⭐ চ্যালেঞ্জ ২: “লেবু ঘড়ি” বানাও
লেবু ব্যাটারি দিয়ে ছোট ডিজিটাল ঘড়ি চালানো যায়।
⭐ চ্যালেঞ্জ ৩: ধাতু বদলে দেখো
Copper-এর জায়গায় অ্যালুমিনিয়াম ফয়েল দিলে কি হয়?
Zinc-এর জায়গায় নেইল দিলে কি হয়?
পরীক্ষা করে আমাদেরকে জানিয়ে দাও।